ঘড়ির কাঁটা পিছিয়ে দিয়ে পাকা চুল ঢেকে ফেলার আর কাঁচা করার 5টি প্রাকৃতিক উপায় ও উপাদান

Written by Ishani Roychoudhuri16th May 2019
ঘড়ির কাঁটা পিছিয়ে দিয়ে পাকা চুল ঢেকে ফেলার আর কাঁচা করার 5টি প্রাকৃতিক উপায় ও উপাদান

অধিকাংশ শহুরে মানুষকে অকালে চুল পেকে যাওয়ার সমস্যা বড়ো বিব্রত করে| সত্যি কথা বলতে কী, পাকা চুল মোটেই স্বাগত জানানোর মতো কোনও দৃষ্টিনন্দন দৃশ্য নয়| বরং অনেক মহিলারই আত্মবিশ্বাস টাল খায় মাথার চুল পাকলে| অনেকে যেমন এই চুলে পাক ধরার বিষয়টিকে সহজে মেনে নিতে পারেন, বহু মানুষ কিন্তু তা আবার পারেনও না|

যদি মন থেকে পাকা চুল নিয়ে গর্ব করতে না পারেন, তাহলে ঘাবড়াবেন না| হাতের কাছেই সাহায্য অপেক্ষা করে আছে| সোজা চলে যান রান্নাঘরে, কারণ সেখানেই আছে সফলভাবে আপনার পাকা চুল ঢেকে রাখতে উপযোগী প্রাকৃতিক উপাদানের অফুরন্ত ভাণ্ডার|

 

নারকেল তেল আর পাতিলেবু

আলু

নারকেল তেল আর পাতিলেবু চুলের স্বাস্থ্যরক্ষা করার আশ্চর্য গুণে সমৃদ্ধ, সে তো আমরা সকলেই জানি| মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখা ছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টি-এজিং গুণাগুণও| পাতিলেবু আর নারকেল তেল যদিও পাকা চুলকে কাঁচা করে না, কিন্তু আপনার চুলের ফলিকলগুলির পিগমেন্ট সংরক্ষিত রেখে চুলে পাক ধরার প্রক্রিয়াকে প্রতিরোধ করে|
 

বিশেষজ্ঞের পরামর্শ : নারকেল তেল আর পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে মিশ্রণটি আপনার চুলে আর মাথার তালুতে ভালো করে লাগান| 20 মিনিট রেখে হালকা মোলায়েম শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন|

 

কালো কফি

আলু

এটি চুলে রং করার কোনও স্থায়ী বিকল্প নয়, তবে কফির কড়া পিগমেন্ট সফলভাবে চুলের পাক ধরা লুকিয়ে রাখতে সহায়তা করে| নিয়মিত ব্যবহার করতে করতে এটি আপনার চুলে একটা গাঢ় বাদামি রং নিয়ে আসে এবং সব পাকা চুলকে সেই রং দিয়েই ঢেকে দেয়|

বিশেষজ্ঞের পরামর্শ: খুব কড়া করে কফি বানিয়ে ঠান্ডা করে নিন, তার পর তা সমস্ত চুলে আর মাথায় ঢেলে দিন| 20 মিনিট অপেক্ষা করলে কফির রং পুরোপুরি চুলে আর মাথায় বসে যাবে| তার পর স্রেফ জল দিয়ে চুল আর মাথা ধুয়ে নিন|

 

ঝিঙে

আলু

আমাদের খুব পরিচিত সবজি ঝিঙে| এটির কিন্তু অদ্ভুত ক্ষমতা আছে পাকা চুল ঢেকে দেওয়ার| এটি মাথার ত্বকে যে চুলের  পিগমেন্ট থাকে, তাকে পুনরুজ্জীবিত করে আর স্বাভাবিকভাবেই চুলে পাক ধরার নিয়মটি উলটে দেয়|

বিশেষজ্ঞের পরামর্শ: একটি ঝিঙে সেদ্ধ করে তাতে নারকেল তেল মিশিয়ে সমস্ত চুলে লাগান|

 

পেঁয়াজের রস

আলু

চুলের জন্য পেঁয়াজের রস দারুণ উপকারি| এটি ক্যাটালেজ নামের এনজ়াইমে ভরপুর, যা চুলের একেবারে গোড়া থেকে তাকে কাঁচা বা কালো করে দেয়| এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে বায়োটিন, ম্যাগনেশিয়াম, কপার, ভিটামিন সি, ফসফরাস, সালফার, ভিটামিন বি1 আর বি6 আর ফলেট, যেগুলি চুল কালো করতে মুখ্য ভূমিকা নিতে সক্ষম|

বিশেষজ্ঞের পরামর্শ: একটি পেঁয়াজের রস বার করে তা চুলে মাখুন, বিশেষ করে চুলের গোড়ায়| অপেক্ষা করুন 40 মিনিট, তারপরে ধুয়ে ফেলুন|

 

আলু

আলু

পাকা চুলের মোকাবিলা করার জন্য সবচেয়ে সহজ উপাদান সম্ভবত আলু| এই স্টার্চ দ্রবণটি পাকা চুলে পিগমেন্ট যোগ করে পাকা চুল ঢাকতে সাহায্য করে| পাকা চুল ঢেকে রাখার জন্য এটি অন্যতম সহজ সমাধান|

বিশেষজ্ঞের পরামর্শ: আলু সেদ্ধ করুন, যতক্ষণ না তার মধ্যে থেকে স্টার্চ বেরিয়ে এসে দ্রবণ তৈরি হচ্ছে| এবার দ্রবণটি ছেঁকে নিন| তারপর তরলটি সারা চুলে আর মাথার চামড়ায় ভালোভাবে মাখুন|  জল দিয়ে মাথা আর চুল ধুয়ে ফেলুন|

Ishani Roychoudhuri

Written by

Author at BeBeautiful.
4648 views

Shop This Story

Looking for something else