শুধু কি আমরা, নাকি আপনারাও সকালে ঘুম থেকে উঠে চুলের অবস্থা ভালো আছে দেখলে দারুণ খুশি হয়ে যান? আমরা নিশ্চিত, উত্তরটা ইতিবাচকই হবে! নিজের শুকনো রুক্ষ চুল যদি হঠাৎ একদিন সকালে সুস্থ ঝলমলে দেখায়, তা হলে ভালো লাগারই কথা! তার পাশাপাশি কেমন হবে যদি বলি, সামান্য একটু যত্ন নিলে বাড়িতে বসেই আপনি পেতে পারেন সুস্থ সুন্দর চুল? দারুণ হয় তা হলে, তাই না? স্বপ্ন সত্যি করে তুলতে ব্যবহার করে দেখুন আমাদের বলে দেওয়া পাঁচটি ঘরোয়া হেয়ার মিস্ট আর স্ক্যাল্প ট্রিটমেন্ট! চুল হয়ে উঠবে স্বাস্থ্যঝলমলে আর সুন্দর।
- 01. অ্যালো ভেরা হেয়ার মিস্ট
- 02. কলা আর ডিমের হেয়ার মাস্ক
- 03.মধু আর নারকেল হেয়ার মিস্ট
- 04. ব্রাউন সুগার আর অলিভ অয়েল হেয়ার মাস্ক
- 05. আদা আর অলিভ অয়েলের হেয়ার মিস্ট
01. অ্যালো ভেরা হেয়ার মিস্ট

রুক্ষ শুষ্ক চুল বশে আনতে বেছে নিন অ্যালো ভেরা হেয়ার মিস্ট। স্প্রে বটলে আধ কাপ জল নিন। তাতে এক টেবিলচামচ টাটকা অ্যালো ভেরা জেল, এক চাচামচ গ্লিসারিন আর এক চাচামচ তিল তেল এবং তার সঙ্গে একটা ভিটামিন ই অয়েল ক্যাপসুল কেটে দিন। খুব ভালো করে ঝাঁকিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিন। এই মিস্ট স্ক্যাল্প আর চুলে লাগালে রুক্ষতা দূর হবে দ্রুত।
02. কলা আর ডিমের হেয়ার মাস্ক

স্ক্যাল্পের পক্ষে কলা আর ডিম, দুটোই খুব উপকারী, আর চুলের পুষ্টির অন্যতম উৎস। শুকনো ক্ষতিগ্রস্ত চুল যদি আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে, তা হলে বানিয়ে নিন এই সহজ কলা আর ডিমের হেয়ার মাস্কটি। আপনার লাগবে দুটো পাকা কলা আর একটা ডিম। দুটো উপাদান একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট চুলে লাগিয়ে 15-20 মিনিট রাখুন। তারপর কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন, ফলাফল দেখে নিজেই চমকে যাবেন।
03.মধু আর নারকেল হেয়ার মিস্ট

নির্জীব ন্যাতানো চুলে জীবন ফেরাতে ব্যবহার করুন মধু আর নারকেল দিয়ে তৈরি হেয়ার মিস্ট। স্প্রে বটলে আধ কাপ জল নিন। তাতে এক টেবিলচামচ করে মধু আর নারকেল তেল যোগ করুন। একটা ভিটামিন ই অয়েল ক্যাপসুল কেটে মিশিয়ে দিন, আর তার সঙ্গেই দিন কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। খুব ভালো করে বোতল ঝাঁকিয়ে সব উপাদান মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলের গোড়ায় আর চুলের দৈর্ঘ্য বরাবর স্প্রে করুন।
04. ব্রাউন সুগার আর অলিভ অয়েল হেয়ার মাস্ক

এটি একাধারে হেয়ার স্ক্রাব আর সেই সঙ্গে হেয়ার মাস্ক। এই মাস্কটি আপনার শুষ্ক স্ক্যাল্প, মাথার চুলকানি কমানোর পাশাপাশি চুলে এনে দেবে জৌলুস। বাটিতে দু' টেবিলচামচ ব্রাউন সুগার আর এক টেবিলচামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি চুলে সমানভাবে লাগান, স্ক্যাল্পেও হালকা হাতে মাসাজ করে নিন। 20-25 মিনিট অপেক্ষা করুন, তারপর কোমল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
05. আদা আর অলিভ অয়েলের হেয়ার মিস্ট

কড়া খুসকির হাত থেকে মুক্তি পেতে হলে ব্যবহার করে দেখুন আদা আর অলিভ অয়েল দিয়ে তৈরি হেয়ার মিস্ট। বড় আদার আধখানা কুরিয়ে নিয়ে দু' কাপ জলে ফোটান। জল ফুটে অর্ধেক হলে তাতে এক টেবিলচামচ করে লেবুর রস আর অলিভ অয়েল যোগ করুন। ভালোভাবে মিশিয়ে নিন। শ্যাম্পু করার আগে স্ক্যাল্পে লাগিয়ে রাখুন এই মিশ্রণটি।
Written by Manisha Dasgupta on 16th Dec 2021