চুল সোজা করা বনাম চুল মসৃণ করা! আপনি যা যা জানতে চান, তার সবকিছুই এখানে দেওয়া আছে

Written by Ishani Roychoudhuri11th May 2019
চুল সোজা করা বনাম চুল মসৃণ করা!  আপনি যা যা জানতে চান, তার সবকিছুই এখানে দেওয়া আছে

এলোমেলো, সকোখুসকো,  বাগ মানাতে না পারা চুল সারা মাথা জুড়ে অবিন্যস্ত হয়ে আছে। এমনটা কি আপনার প্রতিদিনের যুদ্ধের অংশ? তাহলে তো আমরা বলব, আপনার অবশ্যই সময় হয়েছে চুল সোজা করার বা চুল মসৃণ করার ট্রিটমেন্ট নিয়ে কিছু চিন্তাভাবনা করার।  এই ট্রিটমেন্টগুলি আপনার চুলের অবাধ্য, উসকোখুসকো ভাবকে বাগ মানিয়ে করে তোলে ঝকঝকে কাচের মতোই উজ্জ্বল আর মসৃণ। কিন্তু আপনার চুলের জন্য কোন ট্রিটমেন্টটি বেছে নেবেন? কোনটি আদতে আপনার চুলের পক্ষে বেশি ভালো আর দীর্ঘমেয়াদী?

এখানে এখন আমরা আপনাকে জানাচ্ছি চুল সোজা করা অর্থাৎ হেয়ার স্ট্রেটনিং আর চুল মসৃণ করা অর্থাৎ হেয়ার স্মুদনিং বিষয়ে যাবতীয় তথ্য।

 

চুল মসৃণ করা বা হেয়ার স্মুদনিং

চুল সোজা করা বা হেয়ার স্ট্রেটনিং

চুল মসৃণ করা বা হেয়ার স্মুদনিং চুলের  একটি অস্থায়ী বা স্বল্পমেয়াদী ট্রিটমেন্ট, যাতে চুলের গঠনের উন্নতি হয়, মসৃণতা বাড়ে আর চুলকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। কেরাটিন ট্রিটমেন্ট বা প্রোটিন ট্রিটমেন্ট হিসেবেও পরিচিত এই পদ্ধতিটির সাহায্যে আপনার চুল দেখায় স্বাভাবিক মসৃণ। এই ট্রিটমেন্টে চুল সোজা করার ট্রিটমেন্টের তুলনায় অপেক্ষাকৃত কম রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। এই ট্রিটমেন্টের সময়সীমা আপনার চুলের স্বাস্থ্য অনুযায়ী এবং প্রতিবার ট্রিটমেন্টের পরে  আপনি কেমনভাবে চুলের যত্ন নিচ্ছেন, সেই অনুযায়ী তিন মাস থেকে  বারো মাস পর্যন্ত হতে পারে। 

যদি আপনার চুলের ধরন হয় সোজা, কোঁকড়ানো বা ঢেউখেলানো, সেই সঙ্গে শুকনো আর উসকোখুসকো, তাহলে এই ট্রিটমেন্টটি বেছে নিন। এটি  চুলের  উসকোখুসকোভাব কমিয়ে চুলকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখে।  তাই আপনিও মসৃণ আর উজ্জ্বল চুলের জন্য অনায়াসে গর্ব করতে পারেন।

 

চুল সোজা করা বা হেয়ার স্ট্রেটনিং

চুল সোজা করা বা হেয়ার স্ট্রেটনিং

এটি চুলের অপেক্ষাকৃত স্থায়ী ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট আপনার ‘হেয়ার শ্যাফট’-এর ‘বন্ড’গুলি ভেঙে চুলের গঠন বদলে দেয়। আপনার চুল হয় সোজা আর কাচের মতো মসৃণ।  তাই এই ট্রিটমেন্টকে ‘রি-বন্ডিং’-ও বলা হয়। এই পদ্ধতি রাসায়নিক উপাদান আর তাপ ব্যবহার করে আপনার কোঁকড়া বা ঢেউখেলানো চুলকে একেবারে সোজা পাতের মতো করে দেয়। এটি স্থায়ী পদ্ধতি, অর্থাৎ নতুন চুল না গজানো পর্যন্ত আপনার চুল থাকবে টানটান আর সোজা।
 

যে সব মেয়ে যে কোনও অনুষ্ঠানে বা পার্টিতে যাওয়ার সময় চুল স্ট্রেট করে নিতে পছন্দ করেন, তাঁদের জন্য এই ট্রিটমেন্ট হল সেরা সমাধান। এতে যে চুল শুধু সোজা হয় তাই-ই নয়,  উসকোখুসকোভাব চলে গিয়ে চুল হয় মসৃণ আর ঝকঝকে। তা ছাড়া এটির মেয়াদও বেশিদিনের, তাই যখন তখন চুল আগের মতো কোঁকড়া বা ঢেউখেলানো হয়ে যাবে, সে দুশ্চিন্তাও থাকে না।

তাই অস্থায়ী বা স্থায়ী, যে ট্রিটমেন্টই করান না কেন, যে কোনও ধরনের ট্রিটমেন্টের পরে কিন্তু চুলের ঠিকঠাক যত্ন নিতে হবে, যাতে টানটান সোজাভাব আর মসৃণতা বজায় থাকে।  আপনার যেমন পোষাবে, যেমনটি পছন্দ... তেমন ট্রিটমেন্টই বেছে নিন। অ্যাপয়েন্টমেন্ট করে নিন ল্যাকমে সালোঁর সঙ্গে, আর আপনার চুলের সৌন্দর্য হোক ঈর্ষণীয় !

Ishani Roychoudhuri

Written by

Author at BeBeautiful.
7437 views

Shop This Story

Looking for something else