কন্ডিশনার লাগানোর সময় কী করবেন কী করবেন না তার 5টি নিয়ম

Written by Manisha Dasgupta24th Nov 2021
কন্ডিশনার লাগানোর সময় কী করবেন কী করবেন না তার 5টি নিয়ম

চুলের সামান্যতম যত্নও যাঁরা করেন, তাঁরা অন্তত শ্যাম্পু আর কন্ডিশনার লাগানোর রুটিনটা মেনে চলেন। শ্যাম্পু করে চুল ধোওয়ার কায়দা কৌশলগুলো আমাদের রপ্ত হয়ে গেলেও কন্ডিশনার ব্যবহার করার সময় আমরা অনেকেই এখনও নানা ভুল করে ফেলি। তাই চুলের যথাযথ যত্ন নিতে কন্ডিশনার ব্যবহার করার সময় কী কী করতে হবে আর কী করা যাবে না, এমনই পাঁচটি শর্ত আমরা সাজিয়ে দিলাম। পড়তে থাকুন!

 

01.কন্ডিশনার স্ক্যাল্পে লাগাবেন না

05. চুলে সমানভাবে কন্ডিশনার লাগান

মনে রাখবেন, শ্যাম্পু স্ক্যাল্পে লাগানোর জন্য আর কন্ডিশনার চুলে লাগানোর জন্য। কন্ডিশনারের ফরমুলা অনেক বেশি ভারী আর ঘন, তাই স্ক্যাল্পে লাগালে তার অবশিষ্টাংশ স্ক্যাল্পে জমে থাকতে পারে। তাই চুল নরম আর মসৃণ রাখতে চাইলে কন্ডিশনার কখনও স্ক্যাল্পে লাগাবেন না।

 

02.গরম জলে চুল ধোবেন না

05. চুলে সমানভাবে কন্ডিশনার লাগান

আবহাওয়া যেমনই হোক, চুলে কন্ডিশনার লাগানোর পরে তা কেবল ঠান্ডা জল দিয়েই ধোবেন। গরম জল চুলের কিউটিকল খুলে দেয়। ঠান্ডা জল দিয়ে চুল ধুলে চুলের কিউটিকল ফের বন্ধ হয়ে যায়, চুল আর্দ্রতা ধরে রাখতে পারে। ফলে চুল রুক্ষ হয় না, নরম আর চকচকে থাকে।

 

03.কন্ডিশনার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না

05. চুলে সমানভাবে কন্ডিশনার লাগান

কন্ডিশনারের সবটুকু উপকারিতা পেতে হলে তা চুলে লাগানোর পর তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন। তা হলে চুল সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি আর কন্ডিশনিং পাবে। কাজেই ধৈর্য ধরতেই হবে। চুলের লেংথ বরাবর ট্রেসমে কেরাটিন স্মুদ উইথ আর্গান অয়েল কন্ডিশনার/ -এর মতো ভালো কোনও কন্ডিশনার লাগিয়ে কয়েক মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। কেরাটিন আর আর্গান অয়েলে সমৃদ্ধ এই কন্ডিশনার চুল স্ট্রেট, মসৃণ আর নরম রাখে, সঙ্গে রুক্ষতাও নিয়ন্ত্রণ করে। TRESemmé Keratin Smooth With Argan Oil Conditioner

 

04. চুল থেকে বাড়তি জল নিংড়ে ফেলে দিন

05. চুলে সমানভাবে কন্ডিশনার লাগান

শ্যাম্পু ধুয়ে ফেলার পর চুল ভালো করে চেপে বাড়তি জল ফেলে দিন। কেন? কারণ বাড়তি জল থাকলে চুল পুরোপুরি কন্ডিশনার শুষে নিতে পারে না, ফলে কন্ডিশনারের সবটুকু উপকারিতা পাওয়া যায় না। তা ছাড়া বাড়তি জল থাকলে কন্ডিশনারও পাতলা হয়ে যায়, ফলে নষ্ট হয়। তাই বাড়তি জল ফেলে দেওয়া দরকার।

 

05. চুলে সমানভাবে কন্ডিশনার লাগান

05. চুলে সমানভাবে কন্ডিশনার লাগান

শুধু চুলে লেংথ বরাবর কন্ডিশনার লাগানোই যথেষ্ট নয়! প্রতিটি চুলে যাতে কন্ডিশনার লাগে, সেটাও দেখতে হবে। কীভাবে করবেন ভাবছেন? খুব সহজ! কন্ডিশনার লাগানোর পর মোটা দাঁড়ার চিরুনি বা আঙুল দিয়ে চুলটা আঁচড়ে জট ছাড়িয়ে নিন, তাতেই কন্ডিশনার সমানভাবে চুলে ছড়িয়ে পড়বে।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2541 views

Shop This Story

Looking for something else