ত্বকের যে কোনও সমস্যায় ভরসা রাখুন ক্লিন বিউটি সিরামের ওপর

Written by Manisha Dasgupta3rd Dec 2021
ত্বকের যে কোনও সমস্যায় ভরসা রাখুন ক্লিন বিউটি সিরামের ওপর

যতই চেষ্টা করি না কেন, ত্বক কিছুতেই নিখুঁত হয়ে ওঠে না! স্ক্রিনে শে মিশেলের বলিরেখাহীন, মসৃণ ত্বক দেখি আর নিজেরা যেন আরও একটু আড়ালে সেঁধিয়ে যাই! তবে অত আশাহত হওয়ার কিছু হয়নি! কারণ আজ আমরা এসেছি আপনাদের একটা গোপন কথা জানাব বলে। আপনার ত্বক ছবির মতো নিখুঁত হবে না কখনওই, আর ভালো প্রডাক্ট ব্যবহার না করলে এই ত্বককেই মেনে নেওয়া ছাড়া উপায় নেই! এ ক্ষেত্রে আমাদের পরামর্শ? সবসময় এমন প্রডাক্ট কিনুন যা স্বাভাবিকভাবে আপনার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে পারে।

 

সহজ প্রতিশ্রুতি...

03. পিগমেন্টেশন আর অমসৃণ ত্বকের রঙের মোকাবিলা করতে

এই মুহূর্তে আমাদের মুগ্ধ করে রেখেছে সিম্পল-এর সিরাম/ serums by Simple। 2000-এর ওপর রাসায়নিক রয়েছে যা আমাদের ত্বকের ক্ষতি করে। সিম্পলের সিরামে এরকম কোনও রাসায়নিক নেই এবং পরিপূর্ণ ত্বক পরিচর্যার ইতিহাস-ভূগোল সঞ্চিত রয়েছে সিম্পলের সিরাম বোতলে। এই ব্র্যান্ডটির প্রতিটি প্রডাক্টই ত্বক বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত এবং স্পর্শকাতর অর্থাৎ সেনসিটিভ ত্বকের পক্ষেও উপযোগী, এবং প্রতিটি সিরাম এমনভাবে তৈরি যাতে রোমছিদ্র বন্ধ হয়ে যায় না বা ব্রণ বেরোয় না। এখানেই শেষ নয়। পেটা এই ব্র্যান্ডটিকে নিষ্ঠুরতামুক্ত বলে ঘোষণা করেছে, এবং সিম্পল সবসময় চেষ্টা করে সমস্ত প্রডাক্টের প্যাকেজ আর উৎস টেকসই ও স্থায়ী করার। সিম্পলের সব সিরাম আপনার হাতে পৌঁছয় রিসাইক্লেবল বোতলে। যে ব্র্যান্ড সবসময় নৈতিকতার প্রশ্নে অনাপোসী, সেই ব্র্যান্ড থেকেই জিনিস কেনা ভালো নয় কি? সিম্পলের সিরাম ত্বকে জ্বালা ধরায় না, এই সিরাম সুগন্ধ মুক্ত, তেলতেলে বা চটচটে নয়। পাশাপাশি এতে কোনও অ্যালকোহল বা কৃত্রিম রং, প্রাণীজ উপাদান আর প্যারাবেন নেই। বরং একগুচ্ছ ত্বকবান্ধব উপাদান দিয়ে সিরামগুলি তৈরি হয়েছে যা আপনার ত্বকের সমস্ত সমস্যার সমাধান জোগায়। দেখে নিন কীভাবে...

 

01. ত্বকের অকালবার্ধক্য রুখতে

03. পিগমেন্টেশন আর অমসৃণ ত্বকের রঙের মোকাবিলা করতে

হেম্প সিড অয়েল যুক্ত সিম্পল বুস্টার সিরাম-10% হেম্প সিড অয়েল+বি3/ Simple Booster Serum - 10% Hemp Seed Oil + B3 একদিকে আপনার ত্বক আর্দ্র রাখে, পাশাপাশি তার অ্যান্টিএজিং গুণ ত্বকের কোলাজেনের মাত্রা নষ্ট হতে দেয় না, বলিরেখা, ফাইন লাইন এবং প্রিম্যাচিওর এজিংয়ের অন্যান্য চিহ্ন রোধ করে। হেম্প সিড অয়েল ত্বকের গভীরে ঢুকে সেরামাইড উৎপাদনে সাহায্য করে এবং ত্বকের প্রতিরোধ ব্যবস্থাকে মজবুত করে তোলে। অ্যান্টিঅক্সিডান্ট হিসেবে কাজ করার পাশাপাশি ভিটামিন বি3 ত্বকের আর্দ্রতা আর টানটানভাব ধরে রাখে এবং হাইপারপিগমেন্টেশন, ছোপছোপ দাগ আর লালচেভাব কাটিয়ে তুলে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এবং এই দুটি গুণেরই 98% প্রাকৃতিকভাবে প্রাপ্ত! এর চেয়ে ভালো আর কী হতে পারে!

 

02. ত্বক আর্দ্র রাখতে

03. পিগমেন্টেশন আর অমসৃণ ত্বকের রঙের মোকাবিলা করতে

শুষ্ক ফাটা ত্বকের সমস্যা থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য তৈরি সিম্পল বুস্টার সিরাম- 3% হ্যালুরনিক অ্যাসিড+বি5 সিরাম/ Simple Booster Serum - 3% Hyaluronic Acid + B5 serum এ রয়েছে একাধিক উপাদানের মিশ্রণ যা ত্বক দারুণ আর্দ্র রাখতে সাহায্য করে। হ্যালুরনিক অ্যাসিড ত্বকের উপরিভাগে পুষ্টি জোগায়, প্রো-ভিটামিন বি5 সর্বোচ্চ আর্দ্রতা দেয়। এই দুটি উপাদানেরই 95% প্রাকৃতিকভাবে প্রাপ্ত। আরও আছে! এই সিরামে রয়েছে পেন্টাভিটিন, যা একটি প্রাকৃতিকভাবে প্রাপ্ত ভেষজ নির্যাস এবং হাইড্রেটিং গুণে ভরপুর। এই পেন্টাভিটিন আপনার ত্বক 72 ঘণ্টা পর্যন্ত আর্দ্র রাখে। দারুণ, তাই না? বিশেষ করে শীতের শুরুতে ত্বকের যখন বাড়তি আর্দ্রতা প্রয়োজন, তখন এই সিরামটি খুবই উপযোগী হতে পারে।

 

03. পিগমেন্টেশন আর অমসৃণ ত্বকের রঙের মোকাবিলা করতে

03. পিগমেন্টেশন আর অমসৃণ ত্বকের রঙের মোকাবিলা করতে

সিম্পল বুস্টার সিরাম-10% নিয়াসিনামাইড সিরাম/ Simple Booster Serum - 10% Niacinamide serum ভিটামিন বি3, অর্থাৎ নিয়াসিনামাইডে সমৃদ্ধ। ত্বকের সমস্ত ক্ষতি সারিয়ে তোলে এই উপাদানটি, ভবিষ্যৎ সমস্যার হাত থেকেও বাঁচায়। এটি ত্বকের প্রতিরোধ জোরদার করে আর্দ্রতা ধরে রাখে এবং দাগছোপহীন মসৃণ ত্বক উপহার দেয়। এই সিরামের ভিটামিন বি5 আপনার ত্বক আর্দ্র রাখে, ত্বকের জেল্লা ফিরিয়ে আনে। ত্বকের ইলাস্টিসিটি বাড়িয়ে তুলে অকালবার্ধক্যের চিহ্ন রুখে দিতে এবং ত্বকের স্বাভাবিক তারুণ্যের দীপ্তি ফিরিয়ে আনতে জুড়ি নেই এই সিরামটির।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2029 views

Shop This Story

Looking for something else