চুলের যত্নের রুটিনে আজ থেকেই যোগ করুন পেঁয়াজ, জেনে নিন তার 5টি কারণ

Written by Manisha Dasgupta16th Dec 2021
চুলের যত্নের রুটিনে আজ থেকেই যোগ করুন পেঁয়াজ, জেনে নিন তার 5টি কারণ

চুলের দেখভাল করতে জুড়ি নেই পেঁয়াজের। আমরা জানি পেঁয়াজ সবজিটাকে আপনি মোটেই পছন্দ করেন না, বিশেষ করে সে বস্তুটাকে মাথায় ঘষার কথা তো ভাবাই যায় না! কিন্তু পেঁয়াজের পক্ষেই আমরা সওয়াল করতে চলেছি, কারণ এই ছোট্ট সবজিতে যে পরিমাণ চুলের উপকারিতা লুকিয়ে আছে তা জানলে অবাক হয়ে যাবেন! আর হ্যাঁ, আর একটা কথাও জেনে রাখুন। পেঁয়াজের সবক'টি উপকারিতাই আপনি পেয়ে যেতে পারেন একটি রিসাইক্লেবল বোতলের মধ্যে, যাতে রয়েছে স্টিম দিয়ে পরিশোধিত পেঁয়াজের কন্দ থেকে নিষ্কাষিত তেল, অর্গানিক নারকেল তেল আর খাঁটি ব্ল্যাকসিড অয়েল, আর তার সঙ্গেই রয়েছে ইন্দোনেশিয়া থেকে হাতে তোলা পাচোলি ফুলের মিষ্টি গন্ধ। হ্যাঁ, লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট অনিয়ন ব্ল্যাকসিড অ্যান্ড পাচোলি হেয়ার ফল কন্ট্রোল সালফেট ফ্রি শ্যাম্পু/ -র কথাই বলছি। এই শ্যাম্পু কেন অবিলম্বে আপনার ব্যবহার করতে শুরু করা উচিত, রইল তারই 5টি কারণ। বিশেষ করে চুল ভাঙাঝরা ঠেকাতে আর চুলের বাড়বৃদ্ধির জন্য এই শ্যাম্পু ব্যবহার করতেই হবে আপনাকে। Love Beauty & Planet Onion Blackseed & Patchouli Hair Fall Control Sulfate Free Shampoo.

 

01. চুল ভাঙাঝরা কমায়

05. চুলে আনে চমক

পেঁয়াজে সালফার থাকে, আর চুলের ফলিকলগুলো পুনরুজ্জীবিত করে তুলতে সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি চুল ভেঙে ঝরে যাওয়া কমায়, চুল পাতলা হয়ে যাওয়াও ঠেকিয়ে দেয়। ঘন আর মজবুত চুলের জন্য সালফার দায়ী, তাই চুলের বাড়বৃদ্ধি ঘটিয়ে চুল ওঠা কমায় সালফার। কোলাজেনের উৎপাদনও বাড়িয়ে তোলে সালফার, ফলে সুস্থ মজবুত চুল পাওয়া যায়। পেঁয়াজ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে চুলের বৃদ্ধি ঘটে।

 

02. সংক্রমণ কমায়

05. চুলে আনে চমক

পেঁয়াজের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। তাই এটি সংক্রমণের হাত থেকে স্ক্যাল্পকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে, খুসকি আর উকুনের সমস্যাও কমাতে পারে পেঁয়াজ। মনে রাখবেন, সংক্রমিত স্ক্যাল্পের কারণেও চুল উঠতে পারে।

 

03. চুলকানি কমায়

05. চুলে আনে চমক

পেঁয়াজে পর্যাপ্ত অ্যান্ট-ইনফ্লামেটরি গুণ রয়েছে। ফলে এটি স্ক্যাল্পের চুলকানি, প্রদাহ, বা স্ক্যাল্পের শুষ্কতা কমাতে সক্ষম। চুলের ফলিকলও মজবুত করে পেঁয়াজ।

 

04. অকালপক্বতা কমায়

05. চুলে আনে চমক

চুলের ফলিকল নষ্ট হয়ে চুল পাতলা হয়ে যাওয়ার মূলে রয়েছে ফ্রি র‍্যাডিক্যাল। পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডান্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডান্ট ফ্রি র‍্যাডিক্যালের আক্রমণ প্রতিহত করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে সুরক্ষিত রাখে। এর ফলে চুল পাকার সমস্যা কমে, এবং অকালপক্বতাও রুখে দেওয়া যায়।

 

05. চুলে আনে চমক

05. চুলে আনে চমক

নিয়মিত ব্যবহার করলে পেঁয়াজ আপনার ন্যাতানো নিষ্প্রাণ চুলে একটা স্বাভাবিক জেল্লা এনে দিতে পারে। তাই হাতের কাছে চুলে চমক ফেরানোর এমন প্রাকৃতিক উপায় থাকতে কেমিক্যাল ট্রিটমেন্ট করাতে যাবেন কেন? বরং ভরসা রাখুন পেঁয়াজে।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1181 views

Shop This Story

Looking for something else