গ্লসি সুন্দর পাউট পেতে আমাদের চেষ্টার অন্ত নেই, তবু কে জানে কেন ঠোঁট কিছুতেই সহযোগিতা করতে চায় না। কখনও ফাটা ঠোঁট, কখনও কালচে দাগছোপ, ঠোঁটের হাজারো সমস্যা শেষ হতে চায় না কিছুতেই। এ কথা ঠিক যে ঠোঁটের হাল রাতারাতি ভালো করে দেওয়ার মতো কোনও ম্যাজিক নেই, কিন্তু সঠিক পথ জানলে অবস্থার উন্নতি করা সম্ভব। ঠোঁটের যত্নের বেশ কিছু উপাদান রয়েছে যার নিয়মিত ব্যবহারে ঠোঁটের হাল পালটে দিতে পারেন আপনি! ঠোঁটের কোন সমস্যার জন্য ঠোঁট পরিচর্যার কোন উপাদানটি ব্যবহার করবেন, সেই ব্যাপারে আপনাদের কিছু পরামর্শ দিয়ে দিচ্ছি আমরা। এই পরামর্শ মেনে নিজের ঠোঁটের জন্য বেছে নিন সঠিক প্রডাক্ট। ঠোঁটের যে কোনও ধরনের সমস্যার সমাধানের জন্য সঠিক উপাদানটি চিনে নিতে পড়তে থাকুন, আর বিদায় দিন সমস্ত সমস্যাকে!
ফাটা ঠোঁটের জন্য

আপনার দরকার চিরপরিচিত সাদা পেট্রোলিয়াম জেলি। ফাটা ঠোঁটের মোকাবিলায় ভেসলিন লিপ থেরাপি টিন - অরিজিনাল কেয়ার/ Vaseline Lip Therapy Tin - Original Care আদর্শ কারণ এটি একটি অক্লুসিভ ময়শ্চারাইজার, অর্থাৎ ঠোঁট আর্দ্র রাখার পাশাপাশি ঠোঁটে ময়শ্চার ধরে রাখতে পারে। এই লিপ টিন আপনার ঠোঁট নরম, মসৃণ আর আর্দ্র রাখবে এবং নিয়মিত ব্যবহারে চামড়া ওঠার সমস্যাও কমিয়ে দেবে।
কালচে ঠোঁটের জন্য

অতিরিক্ত ধূমপান বা ডিহাইড্রেশন, কারণ যাই হোক, কালো ঠোঁট কেউ চায় না। পিগমেন্টেশনের সমস্যা থেকে মুক্তি পেতে বেছে নিন ভেসলিন লিপ থেরাপি টিন - রোজি লিপস/ Vaseline Lip Therapy Tin - Rosy Lips এই লিপ টিনে রয়েছে গোলাপের নির্যাস। গোলাপ প্রাকৃতিকভাবে আপনার ঠোঁট নরম করে তোলে, ঠোঁটে পুষ্টি জোগায় আর কালচে দাগছোপ হালকা করে দেয়। টিন্টেড লিপ কেয়ার প্রডাক্ট হওয়ার সুবাদে এটি ব্যবহার করলে কালো ছোপ ঢাকা পড়ে আপনার ঠোঁট হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল স্বাভাবিক গোলাপি।
শুষ্ক ঠোঁটের জন্য

ঠোঁটে দ্রুত নিবিড় আর্দ্রতা জোগাতে হলে আমরা এমন লিপ বাম ব্যবহার করার পরামর্শ দেব, যেটিতে হিউমেকট্যান্ট রয়েছে। আর তেমনই একটি লিপ বাম হল ভেসলিন লিপ থেরাপি টিন - কোকো বাটার/ Vaseline Lip Therapy Tin - Cocoa Butter এই কোকো বাটারের মতো হিউমেকট্যান্ট বাতাস থেকে ঠোঁটে আর্দ্রতা টেনে নেয়, তাই আপনার শুষ্ক ঠোঁট হলে এই উপাদানটি আপনাকে সঙ্গে সঙ্গে আর্দ্রতার জোগান দেবে।
রোদে ক্ষতিগ্রস্ত ঠোঁটের জন্য

জানেন কি, দীর্ঘ সময় ধরে রোদ আপনার ঠোঁটের ক্ষতি করতে পারে? ঠোঁটে ফোসকা দেখা দেয়, ঘায়ের মতো হয়, প্রদাহ হয়, সবচেয়ে বড় কথা, ঠোঁট শুকিয়ে যায়। এ সবের কোনওটিই কাম্য নয়, তাই না! রোদের কারণে ঠোঁটের ক্ষতি হওয়ার ভয় পেলে আপনার দরকার... হ্যাঁ... অ্যালো ভেরা! এটি ত্বক স্নিগ্ধ রাখে এবং ঠোঁট আর্দ্র করে তোলার পাশাপাশি রোদজনিত ক্ষতি থেকে তৈরি হওয়া ফোসকার ব্যথা কমিয়ে তা সারিয়ে তোলে। রোদে ক্ষতিগ্রস্ত ঠোঁটের অবস্থা আরও খারাপ হওয়ার আগেই বেছে নিন ভেসলিন লিপ থেরাপি টিন - অ্যালো ভেরা Vaseline Lip Therapy Tin - Aloe Vera আমাদের ধন্যবাদ না হয় পরেই দেবেন!
Written by Manisha Dasgupta on 6th Jan 2022