যা বলে তাই করে, ₹1000 টাকার নিচে সেরা ফেস সিরাম

Written by Manisha Dasgupta11th Jan 2022
যা বলে তাই করে, ₹1000 টাকার নিচে সেরা ফেস সিরাম

ত্বকের ব্যাপারে আমরা সকলেই বেশ সাবধান হয়ে চলি, চট করে নতুন কিছু মাখতে চাই না, তাই না? নতুন কোনও প্রডাক্ট ব্যবহার করার আগে জিনিসটা নিয়ে প্রচুর রিসার্চ করি, রিভিউ পড়ি, আরও কত কী না করি! এমনকী সবচেয়ে ভালো ফল পেতে যথেষ্ট টাকা খরচ করতেও দ্বিধা করি না, বিশেষ করে ফেস সিরাম কেনার সময় তো বটেই! কিন্তু কেমন হয় যদি বলি এমন বেশ কিছু বাজেটের মধ্যে ফেস সিরাম রয়েছে যা দামি ফেস সিরামকেও বলে বলে ছক্কা হাঁকাতে পারে? আমরা নিয়ে এসেছি পাঁচটি সেরা ফেস সিরাম যা দারুণভাবে কাজ করে আর যাদের প্রতিটির দামই ₹1000 টাকার নিচে!

 

01. ল্যাকমে নাইন টু ফাইভ ভিটামিন সি+ফেসিয়াল সিরাম

05. সিম্পল বুস্টার সিরাম - 10% হেম্প সিড অয়েল+বি3 ত্বকের জোরদার প্রতিরোধ ব্যবস্থার জন্য

বাজারে এতরকমের ভিটামিন সি পাওয়া যায় যে সঠিকটি বেছে নেওয়া কঠিন হতে পারে। সে জন্যই দশরকমের অসম্ভব দামি সিরাম ব্যবহারের বদলে আমরা বলব ল্যাকমে নাইন টু ফাইভ ভিটামিন সি+ফেসিয়াল সিরাম/ Lakmé 9to5 Vitamin C+ Facial Serum বেছে নিন। ভিটামিন সি-এর এ যাবত জানা সর্বশ্রেষ্ঠ উৎস কাকাডু প্লামের নির্যাসে সমৃদ্ধ এই সিরাম দারুণ শক্তিশালী এবং ত্বকে পুষ্টি জোগায়, আর্দ্র রাখে এবং ত্বকের নিষ্প্রাণভাব কমায়। পাশাপাশি ত্বকের টেক্সচার উন্নত করে ত্বক মসৃণ আর নরম রাখে। আর কী চাই!

 

02. পন্ড'স ব্রাইট বিউটি স্পট-লেস গ্লো সিরাম

05. সিম্পল বুস্টার সিরাম - 10% হেম্প সিড অয়েল+বি3 ত্বকের জোরদার প্রতিরোধ ব্যবস্থার জন্য

ত্বক উজ্জ্বল, সুন্দর আর স্বাস্থ্যবান রাখতে এক্ষুনি বেছে নিন পন্ড'স ব্রাইট বিউটি স্পট-লেস গ্লো সিরাম/ Pond’s Bright Beauty Spot-less Glow Serum । ভিটামিন বি3, হ্যালুরনিক অ্যাসিড আর গ্লুটাবুস্ট-সি সমৃদ্ধ এই সিরামটি ত্বক মসৃণ করে, উজ্জ্বল রাখে ও ত্বকে আর্দ্রতা জোগায়, অথচ আপনার পার্সে চাপ পড়ে না। এটি তেলতেলে বা চটচটে নয়, ত্বকে দারুণ আর্দ্রতা জোগায়, আর শুষেও যায় চটপট! এর চেয়ে ভালো কিছু হয় নাকি!

 

03. সিম্পল বুস্টার সিরাম - 10% নিয়াসিনামাইড ত্বকের সমান মসৃণ রঙের জন্য

05. সিম্পল বুস্টার সিরাম - 10% হেম্প সিড অয়েল+বি3 ত্বকের জোরদার প্রতিরোধ ব্যবস্থার জন্য

বড় রোমছিদ্র আর অকালে ত্বকে বয়সের দাগ পড়া নিয়ে আপনি যদি চিন্তিত হন, তা হলে আপনার চাই সিম্পল বুস্টার সিরাম - 10% নিয়াসিনামাইড/ Simple Booster Serum - 10% Niacinamide ফর ইভন স্কিন টোন। ত্বক বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত এই ক্লিন সিরামটিতে রয়েছে নিয়াসিনামাইড যা অ্যান্টি-এজিং উপাদান হিসেবে সুপরিচিত আর ভিটামিন বি5। এতে কোনও কৃত্রিম সুগন্ধ, রাসায়নিক, অ্যালকোহল বা প্যারাবেন নেই, ফলে এটি সব ধরনের ত্বকের উপযোগী। এটি ত্বকের প্রতিরোধ ব্যবস্থা জোরদার করে, বড় রোমছিদ্র সংকুচিত করে এবং ত্বকের রং মসৃণ আর সমান করে তারুণ্যের জেল্লা এনে দেয়।

 

04. ল্যাকমে অ্যাবসলিউট হাইড্রা প্রো সিরাম

05. সিম্পল বুস্টার সিরাম - 10% হেম্প সিড অয়েল+বি3 ত্বকের জোরদার প্রতিরোধ ব্যবস্থার জন্য

শুষ্ক ডিহাইড্রেটেড ত্বক দেখতে কখনওই ভালো লাগে না। তাই আপনার দরকার ল্যাকমে অ্যাবসলিউট হাইড্রা প্রো সিরাম/ Lakmé Absolute Hydra Pro Serum যা ত্বকে আর্দ্রতার জোগান দেবে নিমেষে, আর ত্বকের যত্নও করবে। গ্লিসারিন, হ্যালুরনিক অ্যাসিড আর পেন্টাভিটিন দিয়ে তৈরি এই সিরামটি ত্বকের কোষের মধ্যে জলের অনুগুলো ধরে রাখে, ফলে আপনার ত্বক থাকে মসৃণ, আর্দ্র, ময়শ্চারাইজড আর তরতাজা!

 

05. সিম্পল বুস্টার সিরাম - 10% হেম্প সিড অয়েল+বি3 ত্বকের জোরদার প্রতিরোধ ব্যবস্থার জন্য

05. সিম্পল বুস্টার সিরাম - 10% হেম্প সিড অয়েল+বি3 ত্বকের জোরদার প্রতিরোধ ব্যবস্থার জন্য

ত্বকের প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সিম্পল বুস্টার সিরাম - 10% হেম্প সিড অয়েল+বি3/  Simple Booster Serum - 10% Hemp Seed Oil + B3 আপনার ত্বক আর পার্স, দুইয়ের জন্যই আদর্শ! হেম্প সিড অয়েল আর ভিটামিন বি3 দিয়ে তৈরি এই সিরাম ত্বকের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, কোলাজেন নষ্ট হয়ে যাওয়া আটকায় এবং ত্বকের প্রদাহ কমায়।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2131 views

Shop This Story

Looking for something else