মেকআপ রুটিনে হাইলাইটার ঢোকানোটা খুব সহজ কাজ নয়। কারণ হাইলাইটার লাগানোটা ঠিক মুখে গ্লিটার লাগানোর মতো নয়। সঠিক হাইলাইটার বেছে নেওয়া একটা শিল্প, কারণ তা নির্ভর করে ত্বকের রঙের ওপর। বিশেষ শেডের হাইলাইটার আপনার ত্বকের স্বাভাবিক রংকে আরও আকর্ষণীয় করে তোলে, আবার কোনও শেডে তার ঠিক বিপরীত ফল হয়। কীভাবে হাইলাইটার বাছাইয়ের এই খেলায় প্রতিবার জিতবেন জানেন? এমন শেড বেছে নিন যা আপনার ত্বকের রঙের চেয়ে দু' শেড হালকা। হাইলাইটার যেন বাকি মেকআপের সঙ্গে নিখুঁতভাবে মিশে যায়। কীভাবে ত্বকের রঙের সঙ্গে মানানসই হাইলাইটারের শেড বাছবেন, রইল তারই একটি গাইডলাইন।
- ফর্সা থেকে খুব ফর্সা গায়ের রঙের জন্য
- ফর্সা থেকে মাঝারি গায়ের রঙের জন্য
- মাঝারি থেকে শ্যামলা গায়ের রঙের জন্য
ফর্সা থেকে খুব ফর্সা গায়ের রঙের জন্য

মুখের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে বেছে নিন রুপোলি চমক। ফর্সা গায়ের রঙের সঙ্গে রুপোলির মিশেল আপনার মুখের স্বাভাবিক জেল্লা বাড়িয়ে তোলে কয়েক গুণ! লাইল্যাক, গোলাপি, আইসি আন্ডারটোনের সঙ্গেও ভালো মানায় রুপোলি। এড়িয়ে চলুন ব্রোঞ্জ বা কপারের শেড। মনে রাখবেন, হাইলাইটারের কাজ হল আপনার স্বাভাবিক সৌন্দর্য বাড়িয়ে তোলা। তার জন্য কুল-টোনের হাইলাইটার বেছে নিতে পারেন। ল্যাকমে অ্যাবসলিউট লিকুইড হাইলাইটার - আইভরি/ Lakmé Absolute Liquid Highlighter - Ivory আপনার লুক নিখুঁত করে তুলবে। গোলাপি বা ন্যুড লিপস্টিক এই হাইলাইটারের সঙ্গে দারুণ মানাবে।
ফর্সা থেকে মাঝারি গায়ের রঙের জন্য

সোনালি বা পিচ আন্ডারটোনের হাইলাইটার বেছে নিন। শ্যাম্পেন রঙের হাইলাইটারও এই গায়ের রঙের সঙ্গে ভালো মানিয়ে যায়। ওয়ার্ম-টোনের হাইলাইটারই এই গায়ের রঙের সঙ্গে আদর্শ। মুক্তোরঙা, আইসি শেড এড়িয়ে চলুন। এই স্কিন টোনের মধ্যে যে উষ্ণতা রয়েছে, সে কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ল্যাকমে অ্যাবসলিউট লিকুইড হাইলাইটার - রোজ গোল্ড/ Lakmé Absolute Liquid Highlighter - Rose Gold শেডটি। এই হাইলাইটারটির সঙ্গে ঠোঁটে পরুন কমলা লিপস্টিক অথবা চোখের ভেতরের কোনায় হাইলাইট করুন কমলার শেড দিয়ে, আর উচ্ছল হয়ে উঠুন!


মাঝারি থেকে শ্যামলা গায়ের রঙের জন্য

সোনালি বা ব্রোঞ্জের মতো উষ্ণ শেড বেছে নিন। গায়ের রঙের সঙ্গে মানানসই উষ্ণ টোনের লুকের জন্য ব্রোঞ্জারের সঙ্গে পিচ শেড মিশিয়ে দেখতে পারেন। আর যদি কিছু মেশাতে ইচ্ছে না করে, তা হলে ল্যাকমে লিকুইড অ্যাবসলিউট হাইলাইটার - ব্রোঞ্জ/ Lakmé Liquid Absolute Highlighter - Bronze. পরে দেখুন। অত্যন্ত ঘন পিগমেন্টযুক্ত এই হাইলাইটারটি ত্বকে লাগালেই দেখবেন কেমন ঝলমলে হয়ে উঠেছে মুখ!
Written by Manisha Dasgupta on 12th Jan 2022