চুলের যত্নের অন্যতম প্রয়োজনীয় অথচ অবহেলিত দিক হল হেয়ার মাস্কের ব্যবহার। ভেবে দেখুন ত্বকের যদি প্রতি সপ্তাহে একবার মাস্ক লাগানোর দরকার হয়, তা হলে চুলই বা কেন সমান যত্ন পাবে না? অনেক সময় চুলের হাল ফেরানোর একমাত্র উপায় হয়ে দাঁড়ায় হেয়ার মাক্স। মাঝেমাঝে আপনার চুল এমন দেখায় বা চুলে হাত দিলে এমন অনুভূতি হয় যা বুঝিয়ে দেয় চুলের বাড়তি যত্ন দরকার। রইল পাঁচটি উদাহরণ যখন আপনার চুলের স্পা করানো দরকার। বাড়িতে বসেই পছন্দের হেয়ার মাস্ক দিয়ে তৈরি করে নিন হেয়ার স্পা-এর অনুভূতি
- 01. চুল রুক্ষ হয়ে গেলে
- 02. চুল খসখসে শুকনো লাগলে
- 03. চুলের শেষ ভাগ ফেটে গেলে
- 04. চুল কাটার পরে
- 05. মরশুম বদল হলে
01. চুল রুক্ষ হয়ে গেলে

রুক্ষ চুল মানেই দুঃস্বপ্ন। যে সাজেই সাজুন না কেন, চুল রুক্ষ হলে সবই মাটি। বাতাসের দূষণ, ধুলোবালির উপদ্রব, সব মিলিয়ে চুলের রুক্ষতা আটকানো সম্ভব নয়। চুল রুক্ষ হয়ে যাচ্ছে বুঝতে পারলেই হেয়ার মাস্ক লাগাতে হবে। চুল রুক্ষ হওয়ার অর্থ চুল খুব শুকনো হয়ে গেছে এবং অবিলম্বে বাড়তি যত্ন নেওয়া দরকার।
02. চুল খসখসে শুকনো লাগলে

চুলের শেষভাগ খসখসে শুকনো লাগছে মানেই আপনার চুলের দরকার কন্ডিশনারের চেয়ে আরও বেশি কিছু। অর্থাৎ মাস্ক লাগানোর সময় হয়েছে। চুল শ্যাম্পু করে নিন, কন্ডিশনার লাগাবেন না, বদলে ভেজা চুলে হেয়ার মাস্ক লাগিয়ে নিন। চুলের গোড়ার দিকটা ঠিক আছে, শুধু শেষভাগটাই শুকনো লাগছে এরকম হলে, শুধু চুলের মাঝামাঝি অংশ থেকে শেষ পর্যন্ত হেয়ার মাস্ক লাগাবেন। সবসময়ই কন্ডিশনার বাদ দিয়ে হেয়ার মাস্ক লাগাতে পারেন। 2-3 মিনিট রেখে ধুয়ে ফেলুন, চুলের শেষ প্রান্ত নরম মসৃণ হয়ে উঠবে।
03. চুলের শেষ ভাগ ফেটে গেলে

ফাটা চুল মানেই ক্ষতিগ্রস্ত চুল। আপনার দরকার এমন মাস্ক যা ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে পারবে। এ ব্যাপারে আমাদের প্রিয় মাস্ক হল ডাভ ইনটেন্স ড্যামেজ রিপেয়ার হেয়ার মাস্ক ফর ড্রাই অ্যান্ড রাফ হেয়ার/ Dove Intense Damage Repair Hair Mask for Dry & Rough Hair। এটি হুইট প্রোটিন আর সানফ্লাওয়ার সিড অয়েলে সমৃদ্ধ যা চুলের ক্ষতি সারিয়ে ভেতর থেকে পুষ্টি জোগায়। এই মাস্কের কেরাটিন প্রোটিন অ্যাকটিভ চুলে এনে দেয় বাড়তি চমক এবং প্রতিটি চুল মজবুত করে তোলে।
এই মাস্কটি পুরো চুলে লাগান, 10-15 মিনিট রাখুন, আপনার চুল অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। সপ্তাহে একদিন লাগালে ভালো ফল পাবেন।
04. চুল কাটার পরে

চুল কাটার পরে এমনিতেই মসৃণ নরম হয়ে ওঠে, তাই হেয়ার মাস্ক লাগালে যে ব্যাপারটা আরও ভালো হবে বলাই বাহুল্য! চুল কাটলে ডগা ফাটা ক্ষতিগ্রস্ত অংশ বাদ পড়ে যায়। তারপর হেয়ার মাস্ক লাগালে চুল আরও সুন্দর হয়ে উঠবে। পরেরবার চুল কাটার পরে অবশ্যই হেয়ার মাস্ক লাগান, তফাতটা নিজেই বুঝতে পারবেন।
05. মরশুম বদল হলে

অনেকেরই ধারণা শীতকালে চুল যেহেতু বেশি শুষ্ক হয়ে যায়, তাই এই সময়েই হেয়ার মাস্ক বেশি ভালো কাজ করে। এই ধারণা ঠিক নয়। গরমকালেরও নিজস্ব ক্ষতিকর দিক রয়েছে। বিভিন্ন ঋতুতে চুলের টেক্সচার খুঁটিয়ে দেখুন, তারপর উপযুক্ত হেয়ার মাস্ক বেছে নিন। যেমন বর্ষাকালে আমরা চুল ওঠার সমস্যায় ভুগি, তাই এমন হেয়ার মাস্ক লাগান যা বর্ষায় চুল মজবুত রাখবে। শীতের দিনে সেরা হল নারিশিং মাস্ক। আর গরমে যখন বাতাসের আর্দ্রতার কারণে চুল রুক্ষ লাগবে, তখন বেছে নিন কেরাটিন দেওয়া স্মুদিং হেয়ার মাস্ক।
Written by Manisha Dasgupta on 18th Feb 2022