শিট মাস্কের বাড়তি সিরাম ব্যবহার করার 5টি উপায়

Written by Manisha Dasgupta21st Feb 2022
শিট মাস্কের বাড়তি সিরাম ব্যবহার করার 5টি উপায়

ত্বকের যত্নে আশীর্বাদের মতো হয় এসেছে শিট মাস্ক। মাত্র 15 মিনিটে শিট মাস্ক ত্বক উজ্জীবিত করে তোলে, ত্বক শান্ত শীতল করে তোলে! কিন্তু শিট মাস্কের একটা সমস্যা হল, মাস্ক থেকে টপ টপ করে সিরাম চুঁইয়ে পড়ে একটা বিশ্রী ব্যাপার হয়। শিট মাস্ক থেকে এই যে সিরাম নষ্ট হয়, এটা কি আপনারও অপছন্দ? মাস্কের প্যাকেটের বাড়তি সিরামটুকু কিন্তু নানাভাবে আপনি ব্যবহার করতে পারেন। কীভাবে শিট মাস্কের বাড়তি সিরাম ব্যবহার করা যায়, তার সেরা পাঁচটি উপায় বলে দিচ্ছি আমরা।

 

01. গলায় মেখে নিন

06. সিরামের মিশ্রণ

শিট মাস্কের বাড়তি সিরাম কাজে লাগানোর সবচেয়ে সহজ উপায় হল গলায় মেখে নেওয়া। প্রথমে শিট মাস্কটা যেমনভাবে ব্যবহার করার, করুন - মাস্কের ভাঁজ খুলে মুখে লাগিয়ে শুয়ে পড়ে 15-20 মিনিট আরাম করুন। হয়ে গেলে শিট মাস্কটা মুখ থেকে খুলে দু'ভাঁজ করে গলায় লাগিয়ে নিন। এতে গলার ত্বকও সিরামের সবটুকু উপকারিতা পাবে।

 

02. কনুই, হাঁটু আর গোড়ালিতে মাখুন

06. সিরামের মিশ্রণ

আমাদের কনুই, হাঁটু আর গোড়ালির যত্ন কখনওই যথেষ্ট করা হয় না। যতই ময়শ্চারাইজার লাগানো হোক না কেন, এই অংশগুলো শুষ্কই থেকে যায়। তাই এই সব অংশে সিরাম লাগিয়ে একটু বাড়তি পুষ্টি জোগালে কেমন হয়? বাকি সিরামটা আপনার হাতপায়ের রুক্ষ অংশে মেখে নিন। বেশিরভাগ শিট মাস্ক ত্বকে একটা বাড়তি উজ্জ্বলতা জোগায়, ফলে হাতপায়ে চকচকে পালিশ করা ভাব পেতে হাতে আর পায়েও সিরাম লাগাতে পারেন।

 

03. আই মাস্ক হিসেবে কাজে লাগান

06. সিরামের মিশ্রণ

প্রথম টিপসের মতোই শিট মাস্কটা অর্ধেক করে ভাঁজ করে চোখ বন্ধ করে চোখের ওপর রাখুন। শসা কেটে চোখের ওপর রাখতে যে পরিশ্রম হয়, তা আর করতে হবে না যদি শিট মাস্কটি ব্যবহার করেন। শিট মাস্ক আধখানা চাঁদের আকারে কেটে চোখের নিচেও আন্ডারআই মাস্কের মতো করে লাগাতে পারেন। তবে কাটার জন্য পরিষ্কার কাঁচি ব্যবহার করবেন।

 

04. বানিয়ে নিন ঘরোয়া হাইড্রেটিং ফেস মিস্ট

06. সিরামের মিশ্রণ

প্যাকেটে যে বাড়তি সিরাম পড়ে থাকে সেটি লাগবে। শিট মাস্ক লাগানোর আগেই প্যাকেট হালকা হাতে নিংড়ে বাড়তি সিরামটুকু বের করে পরিষ্কার স্প্রে বোতলে ভরে রাখুন। সবটুকু সিরাম স্প্রে বোতলে ভরে নেওয়ার পর তাতে পছন্দের ফেসিয়াল মিস্ট বা টোনার মিশিয়ে নিন। একটা ঘন তরল তৈরি হবে যা আপনার ত্বকের পক্ষে দারুণ উপকারী! ফেসিয়াল মিস্টের উপকারিতা আর সিরামের আর্দ্রতা মিলেমিশে আপনি পাবেন স্বপ্নের ত্বক। মুখে ইচ্ছেমতো স্প্রে করে নিন।

 

05. ঘরোয়া সিরাম কটন প্যাড

06. সিরামের মিশ্রণ

আগের কৌশলটির মতোই প্যাকেটের সিরাম যথাসম্ভব কৌটোয় ভরে রাখুন। এরপর প্রয়োজনমতো তুলো ভিজিয়ে সারা মুখে এক্সফোলিয়েটিং প্যাডের মতো ব্যবহার করুন। যদি অনেকটা সিরাম থাকে, তা হলে কৌটোয় কিছু তুলোর বল ভিজিয়ে রেখে দিতে পারেন। তাতে আলসে দিনগুলোতেও সিরাম ব্যবহার করা সহজ হবে। সিরাম ভেজানো তুলো দিয়ে মুখ মুছে নিন, ব্যস! স্পট ট্রিটমেন্ট হিসেবেও এই সিরাম ভেজানো তুলো দারুণ কাজের। ত্বকের কোথাও শুকনো অংশ থাকলে সেখানে তুলো দিয়ে সিরাম লাগিয়ে নিন। কয়েক মিনিট রাখলেই পর্যাপ্ত আর্দ্রতা পাবেন।

 

06. সিরামের মিশ্রণ

06. সিরামের মিশ্রণ

পছন্দের শিট মাস্ক একসঙ্গে মিশিয়ে নিতে চান? শিট মাস্কের বাড়তি সিরাম বোতলে ভরে রাখুন। পরেরবার নতুন ধরনের কোনও শিট মাস্ক ব্যবহার করার সময় তার বাড়তি সিরামটুকু ফের ওই বোতলেই মিশিয়ে নিন, পেয়ে যাবেন একদম নতুন ত্বক পরিচর্যার মিশ্রণ। এই মিশ্রণ রাখার জন্য যে কোনও পুরনো পরিষ্কার ড্রপার দেওয়া বোতল স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। মুখে বাড়তি সতেজতা পেতে মিশ্রণটি ফ্রিজেও রাখতে পারেন। পন্ড'স ভিটামিন শিট মাস্ক প্যাক অফ 5/ ব্যবহার করে দেখুন। ত্বকের যে কোনও সমস্যায় দারুণ কাজ করে এই সুপারসেভার প্যাকটি। প্রতি সপ্তাহে ব্যবহার করুন, আর বারবার তৈরি করে নিন আপনার নিজস্ব ঘরোয়া জাদুমিশ্রণ!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1671 views

Shop This Story

Looking for something else