5টি সেরা নাইট ক্রিম, যাতে প্রতিদিন সকালে আপনার ত্বক তারুণ্যে উজ্জ্বল আর তরতাজা হয়ে ওঠে

Written by Ishani Roychoudhuri9th May 2019
5টি সেরা নাইট ক্রিম, যাতে প্রতিদিন সকালে আপনার ত্বক তারুণ্যে উজ্জ্বল আর তরতাজা হয়ে ওঠে

আপনি কি জানেন যে রাতের বেলায় আপনি যখন বিছানার আশ্রয় নেন, তখনই আপনার ত্বকের কোষগুলি কাজ শুরু করে? আপনি বিছানায় মাথা ঠেকানো মাত্রই ত্বক ক্ষতিগ্রস্ত কোষগুলির তত্ত্বাবধান শুরু করে| হ্যাঁ, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়টুকু হল আপনার ত্বককে বিশ্রাম দেওয়ার, মেরামতির আর নতুন করে তাকে তরতাজা করে তোলার সেরা সময়| আপনার ত্বক পরিচর্যার প্রতিদিনের অভ্যাসে যে কাজটির ক্ষেত্রে বিন্দুমাত্র গাফিলতি চলবে না তা হল ত্বকের রাত্রিকালীন পরিচর্যা, ঘুমোতে যাওয়ার আগে ভালো নাইট ক্রিমের ব্যবহার একান্ত আবশ্যক|

নাইট ক্রিম ত্বকের সারাদিন ধরে হারিয়ে ফেলা আর্দ্রতা ফিরিয়ে আনে, কোলাজেনের কর্মক্ষমতা বাড়ায়। ফলে পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার ত্বককে একেবারে ঝলমলে উজ্জ্বল আর তরতাজা দেখায়| তাই এখনও পর্যন্ত যাঁরা ভালো নাইট ক্রিম কিনে উঠতে পারেননি, তাঁরা আর দেরি করবেন না প্লিজ়!

সাহায্যের উদ্দেশ্য নিয়েই আমাদের বিচারে সেরা পাঁচটি নাইটক্রিমের একটি তালিকা তৈরি করে দেওয়া হল, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর যেন নিজেকে উজ্জ্বল আর ঝলমলে দেখতে লাগে তা সুনিশ্চিত করুন এর সাহায্যে।

 

ডার্মালজিকা ওভারনাইট ক্লিয়ারিং জেল

পন্ডস এজ মিরাকল রিঙ্কল কারেক্টর নাইট ক্রিম

আপনার ত্বকে অ্যাকনে আর অন্য নানা দাগছোপ আছে? তাহলে তার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ওভারনাইট জেল ব্যবহার করা আপনার পক্ষে খুবই জরুরি | এর অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল আর অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান সিবাম নিয়ন্ত্রণে রাখে আর ব্যাকটেরিয়া প্রতিরোধ করে ত্বককে সারিয়ে তোলে, আরাম দেয়, বজায় রাখে আর্দ্রতা| রাতে শুতে যাওয়ার আগে মুখে পুরু করে এই জেলটি মাখুন আর সকালে উঠে মুখ ধুয়ে ফেলার পরে দেখুন কেমন পরিবর্তন চোখে পড়ছে!

 

ল্যাকমে অ্যাবসোলিউট পারফেক্ট রেডিয়ান্স স্কিন লাইটেনিং নাইট ক্রিম

পন্ডস এজ মিরাকল রিঙ্কল কারেক্টর নাইট ক্রিম

Lakmé Absolute Perfect Radiance Skin Lightening Night Crème

সবরকম ত্বকে আর সব ঋতুতে উপযোগী ল্যাকমের এই নাইট ক্রিমটি কেবলমাত্র ত্বকের রিপেয়ার আর ময়েশ্চরাইজ়িংই সুনিশ্চিত করে না, ত্বককে ঝলমলে আর উজ্জ্বলও করে তোলে | এটি মাইক্রো ক্রিস্টাল আর লাইটেনিং ভিটামিন ভিটা-রিসোর্সিনলে সমৃদ্ধ, যা ত্বকের রং হালকা করে এবং যার ফলে আপনার গায়ের রং হয় ঝলমলে আর ফর্সা |

 

পন্ডস গোল্ড রেডিয়ান্স ইয়ুথফুল নাইট ক্রিম

পন্ডস এজ মিরাকল রিঙ্কল কারেক্টর নাইট ক্রিম

Ponds Gold Radiance Youthful Night Cream

আসল সোনার রেণু, ভিটামিন এ আর ভিটামিন বি 3তে সমৃদ্ধ পন্ডসের এই নাইট ক্রিমকে বলা যেতে পারে বয়স্ক ত্বকের তারুণ্য ফেরানোর মৃতসঞ্জীবনী| বয়স বাড়ার অবশ্যম্ভাবী চিহ্ন হিসেবে আমাদের ত্বকে যে কোঁচকানো ভাব, বলিরেখা, মেচেতা আর দাগছোপ দেখা দেয়, এটি সে সব কমাতে সহায়তা করে| এ ছাড়াও ত্বকের বিবর্ণভাব আর শুষ্কতা কমিয়ে আপনাকে প্রতিদিন সকালে আর্দ্র আর সুষম, মসৃণ ত্বক উপহার দেয় এই ক্রিম|

 

ল্যাকমে ইয়ুথ ইনফিনিটি স্কিন স্কাল্পটিং নাইট ক্রিম

পন্ডস এজ মিরাকল রিঙ্কল কারেক্টর নাইট ক্রিম

Lakmé Youth Infinity Skin Sculpting Night Creme

ম্যাড়মেড়ে আর ঝুলে যাওয়া ত্বক দেখতেও অসুস্থ লাগে আর তা হতাশার কারণও হয়ে ওঠে! যদি এগুলিই আপনার ত্বকের মূল সমস্যা হয়, তাহলে নির্ভর করুন এই অ্যান্টি-এজিং নাইট ক্রিমের উপরে| এটি ত্বকের টানটান ভাব বাড়ায়, আর ত্বকের বাঁধুনি দৃঢ় করে| এর লুমিনাইজ়িং পার্লস ত্বককে করে উজ্জ্বল আর ঝলমলে|

 

পন্ডস এজ মিরাকল রিঙ্কল কারেক্টর নাইট ক্রিম

পন্ডস এজ মিরাকল রিঙ্কল কারেক্টর নাইট ক্রিম

Ponds Age Miracle Wrinkle Corrector Night Cream

অকালে ত্বকের বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করতে আর ত্বকে বয়সজনিত চিহ্নগুলির মোকাবিলা করতে ব্যবহার করুন পন্ডসের এই রিঙ্কল কারেক্টিং নাইট ক্রিম| এটি কোষের পুনরুজ্জীবন ঘটায় তাড়াতাড়ি আর চোখে পড়ার মতো যে সব সূক্ষ্ম বলিরেখা, ডার্ক স্পটস, স্মাইল লাইনস আর ডার্ক সার্কলস আছে, সেগুলিও কমাতে সাহায্য করে|

Ishani Roychoudhuri

Written by

Author at BeBeautiful.
40213 views

Shop This Story

Looking for something else